IQNA

বাইডেনের প্রতি আমেরিকার শীর্ষস্থানীয় মুসলিম রাজনীতিবিদগণের সমর্থন

20:34 - July 21, 2020
সংবাদ: 2611181
তেহরান (ইকনা): মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের মূল প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের প্রতি সমর্থন জানিয়েছেন আমেরিকার বিশিষ্ট মুসলিম রাজনীতিবিদগণ। এছাড়াও ইরানের সাথে পারমাণবিক চুক্তি প্রত্যাহারের জন্য ট্রাম্পকে তীব্র নিন্দা জানিয়েছেন তারা।

মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন মুসলিম রাজনীতিবিদ একটি খোলা চিঠির মাধ্যমে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন।

এই চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছের ডেমোক্র্যাট পার্টির মিনেসোটা রাজ্যের প্রতিনিধি ইলহান ওমর, মিনেসোটা অ্যাটর্নি জেনারেল কিথ এলিসন এবং ইন্ডিয়ানা রাজ্যের প্রতিনিধি আন্ড্রে কারসন।

এদিকে নভেম্বরের নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হলে অফিস করার প্রথম দিনেই মুসলিমদের ওপরে আরোপ করা ডোনাল্ড ট্রাম্পের তথাকথিত ভ্রমণ নিষেধাজ্ঞা ওঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন জো বাইডেন। যুক্তরাষ্ট্রের মুসলিম নেতাদের আয়োজিত সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্পের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী বাইডেন সোমবার বলেন, ‘মুসলিম আমেরিকান ভয়েজেস ম্যাটার।’ অর্থাৎ ‘ব্ল্যাক লাইভস ম্যাটার‘ আন্দোলনের সঙ্গে সুর মেলাতে বাইডেন এমন কথা বলেন।

‘মুসলিম কমিউনিটির মানুষেরাই ট্রাম্পের হেনস্তার প্রথম শিকার,’ মন্তব্য করে বাইডেন বলেন, ‘চার বছর ধরে মুসলিমরা নানা ধরনের অত্যাচারের শিকার হচ্ছেন।’ ২০১৭ সালে ট্রাম্পের দেওয়া নির্বাহী আদেশে ইরান, ইরাক, সিরিয়া, ইয়েমেন, লিবিয়া, সোমালিয়া ও সুদানের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর ৯০ দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়। পরে আদালতের নির্দেশে এই সাত দেশের অনেক নাগরিক ভিসা পান।

নাছোড়বান্দা ট্রাম্প স্থগিতাদেশের বিরুদ্ধে আবার আপিল করেন। সেই আপিলেও হেরে যান। এরপর চলতি বছরের জানুয়ারিতে আবার একই ধরনের নিষেধাজ্ঞা নতুনভাবে আনার কথা জানান ট্রাম্প।

বাইডেন বলছেন, ‘ট্রাম্প এই দেশে হিংসার আগুন ছড়িয়ে দিয়েছেন…তার কথার মাধ্যমে, নীতিমালার মাধ্যমে, কাজের মাধ্যমে। আমি প্রেসিডেন্ট হলে এসবের অবসান হবে।’ iqna

 

captcha