IQNA

22:45 - August 11, 2020
সংবাদ: 2611299
তেহরান (ইকনা): সম্প্রতি সামাজিক মিডিয়ায় বিশ্বখ্যাত ক্বারি আব্দুল বাসিত আব্দুস সামাদের সুললিত কণ্ঠে তিলাওয়াতকৃত সূরা কাদরের একটি বিরল ভিডিও প্রকাশিত হয়েছে।

পুরনো এই ভিডিওতে তিনি তার অন্যান্য তিলাওয়াতের মতো মনোরম ও সুস্পষ্ট করে সূরা কাদরের কয়েকটি আয়াত তিলাওয়াত করেছেন।


মিশরের এই খ্যাতনামা ক্বারির মনোমুগ্ধকর এই তিলাওয়াতটি কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র দর্শনার্থীদের জন্য প্রচার করা হল:

iqna

 

فیلم | تلاوت کمیاب سوره قدر از عبدالباسط

 

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
* captcha: