IQNA

সরকার সপ্তাহ উপলক্ষে মন্ত্রী পরিষদের সাথে ভিডিও বৈঠকে সর্বোচ্চ নেতা:

দেশের অর্থনীতিকে কোনোভাবেই বিদেশী নির্বাচনের সাথে সম্পর্কযুক্ত করা যাবে না

21:21 - August 23, 2020
সংবাদ: 2611367
তেহরান (ইকনা): ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, জাতীয় অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়নে ভিন্ন কোনো দেশের নির্বাচন বা অন্য কোনো ঘটনাবলীকে সম্পর্কযুক্ত করা যাবে না।

তিনি আজ (রোববার) ইরানের ‘সরকার সপ্তাহ’ উপলক্ষে মন্ত্রী পরিষদের বৈঠকে ভিডিও লিংকের মাধ্যমে যুক্ত হয়ে এ কথা বলেন। মন্ত্রিসভার বৈঠকে প্রেসিডেন্ট ড. হাসান রুহানিও উপস্থিত ছিলেন। পার্সটুডে

ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেছেন, দেশের অর্থনীতিকে বিদেশের ঘটনাবলীর সঙ্গে সম্পর্কযুক্ত করা হলে তা হবে একটি কৌশলগত ভুল। তিনি বলেন, ধরে নিতে হবে নিষেধাজ্ঞা থাকবে। উদাহরণ হিসেবে বলছি আরও ১০ বছর নিষেধাজ্ঞা থাকবে এটা ধরে নিয়ে অভ্যন্তরীণ সুযোগ-সুবিধা ও সক্ষমতার ভিত্তিতে অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন করতে হবে।

ইরানের সর্বোচ্চ নেতা দেশের সব কর্মকর্তা ও কর্মচারীকে উদ্দেশ্য করে বলেন, ইসলামি রাষ্ট্র ব্যবস্থায় দেশ ও জনগণের সেবা করার গুরুত্ব অনেক বেশি। কারণ ইসলামি রাষ্ট্র ব্যবস্থায় যে সেবা আপনারা দিচ্ছেন তা সমাজ গঠন ও পরিচালনার ক্ষেত্রে ইসলামি মডেল হিসেবে প্রকাশিত হচ্ছে।

ইরানের ইসলামী বিপ্লবের নেতা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার পরিচালনার মডেল যে পুরোপুরি ব্যর্থ তা প্রমাণিত হয়েছে এবং আমেরিকাতেই স্বাস্থ্য, ন্যায়বিচার ও নিরাপত্তার মতো মানবিক মূল্যবোধগুলো সবচেয়ে বেশি পদদলিত হয়েছে।

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে সামাজিক ব্যবধান ভয়াবহ আকার ধারণ করেছে। সেখানে জনসংখ্যা অনুপাতে ক্ষুধার্ত ও গৃহহীনের সংখ্যা বিশ্বের গড় সংখ্যার চেয়েও বেশি।

আয়াততুল্লাহিল উজমা খামেনেয়ী আরও বলেন, আমেরিকা নির্বাচনকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বীদের দেওয়া বক্তব্য থেকে এটা স্পষ্ট যে, আমেরিকার প্রতি পাঁচ শিশুর মধ্যে একজন ক্ষুধা জনিত সমস্যায় ভুগছে। আমেরিকাতে নিরাপত্তাহীনতা ও অপরাধের হারও খুব বেশি।  iqna

captcha