IQNA

মিসরের মুসলিম ব্রাদারহুড নেতাদের যাবজ্জীবন কারাদণ্ড

9:48 - September 13, 2020
সংবাদ: 2611470
তেহরান (ইকনা): মিসরের একটি আদালত দেশটির মুসলিম ব্রাদারহুডের সর্বোচ্চ নেতা মোহাম্মদ বাদি'সহ মোট ১১ জন নেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।

ইসরাইল ঘনিষ্ঠ দেশটির বন্দরনগরী পোর্ট সাঈদের একটি ফৌজদারি আদালতের বিচারক সামি আব্দের রহিম শনিবার এ রায় দিয়েছে।

খবরে বলা হয়েছে, ২০১৩ সালে পোর্ট সাঈদে যে সহিংসতা হয়েছিল, তাতে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ বাদিকে ওই দণ্ড দেয়া হয়।

মোহাম্মদ বাদির সঙ্গে মুসলিম ব্রাদারহুডের অপর দুই নেতা মোহাম্মদ আল-বালাতাজি ও সাফওয়াত আল-হিজাজিকেও একই দণ্ড দেয়া হয়েছে। এ ছাড়া মুসলিম ব্রাদারহুডে আরও ৯ জন সমর্থকও একই দণ্ড পেয়েছেন। পোর্ট সাঈদের ওই আদালত একই মামলায় অপর ৫৭ অভিযুক্তকে তিন বছর করে কারদণ্ড দিয়েছেন। iqna

 

captcha