IQNA

কারবালায় হযরত জয়নাব (সা. আ.) প্রাঙ্গণের একাংশের উদ্বোধন + ছবি

5:50 - September 16, 2020
সংবাদ: 2611480
তেহরান (ইকনা): আসন্ন আরবাইনে ইমাম হুসইন (আ.)এর মাযার জিয়ারতকারীদের সুবিধার্থে হযরত জয়নাব (সা. আ.) নামক প্রাঙ্গণের একাংশ প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন পবিত্র এই মাযারের ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট ইউনিট।

কারবালায় হযরত জয়নাব (সা. আ.) প্রাঙ্গণের একাংশের উদ্বোধন + ছবিইমাম হুসইন (আ.)এর মাযারের ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট ইউনিটের প্রধান হোসেইন রেজা মাহদী ঘোষণা করেছেন: আরবাইন তথা ইমাম হুসাইন (আ.)এর চল্লিশা উপলক্ষে জিয়ারতকারীদের অধিক সেবা প্রদানের জন্য ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাজারের হযরত জয়নাব (সা. আ.) নামক প্রাঙ্গণের একাংশের কাজ সম্পন্ন করতে সকল কর্মীগণ প্রস্তুত রয়েছেন।

তিনি বলেন: কর্মীরা বর্তমানে এই প্রাঙ্গণের ইবাদতের স্থানের কাজ করছেন, যা এই প্রকল্পের একটি বৃহৎ অংশ। এই অংশটি ইমাম হুসাইন (আ.)-এর পবিত্র মাজারের নিকটেই অবস্থিত।

হোসেইন রেজা মাহদী আরও বলেন: এই প্রাঙ্গণের প্রায় ৭০ শতাংশ যা ৭০ হাজার বর্গ মিটার এলাকা জুড়ে অবস্থিত আরবাইনের পূর্বে জিয়ারতকারীদের সুবিধার্থে এর নির্মাণ কাজ শেষ করা হবে এবং জায়নাবিয়া গেইট জিয়ারতকারীদের জন্য খুলে দেওয়া হবে। এরফলে আরবাইনের সময় জিয়ারতকারীদের ভিড় উল্লেখযোগ্যভাবে হ্রাস হবে।

উল্লেখ্য যে, প্রাচীন কারবালার কেন্দ্রস্থলে অবস্থিত হযরত জয়নাব (সা. আ.) প্রাঙ্গণ। এই প্রাঙ্গণটি মাজারের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত এবং এটি প্রায় এক লাখ পঞ্চাশ হাজার বর্গমিটার এলাকার উপর নির্মাণ করা হচ্ছে। iqna

 

افتتاح بخشی از صحن حضرت زینب(س) حرم امام حسین(ع) برای استقبال از زائران اربعین
 
افتتاح بخشی از صحن حضرت زینب(س) حرم امام حسین(ع) برای استقبال از زائران اربعین
 
افتتاح بخشی از صحن حضرت زینب(س) حرم امام حسین(ع) برای استقبال از زائران اربعین

 

captcha