 
                          
তিনি বলেন, ইরানের বিরুদ্ধে আমিরকা যে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করছে তাতে তারা রাজনৈতিক ও আইনি সেক্টরে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ড. রুহানি জোর দিয়ে বলেন, “আমরা সবসময় বলেছি যে, ইরানি জাতির সঙ্গে আচরণের একটাই মাত্র পথ সেটি হচ্ছে তাদের অধিকারের প্রতি সম্মান দেখানো এবং সম্মানজনক ভাষায় তাদের সঙ্গে কথা বলা।” পার্সটুডে
হাসান রুহানি বলেন, “আমি ইরানের প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করছি যে, নিরাপত্তা পরিষদের প্রায় সব সদস্য দেশ ও পরমাণু সমঝোতার সব পক্ষ প্রত্যাখ্যান করার পরও যদি আমেরিকা বলদর্পিতা ও ভুল দাবি বাস্তবায়নে বাস্তবিকই কোনো পদক্ষেপ নেয় তাহলে তারা আমাদের সুস্পষ্ট জবাবের মুখে পড়বে।”
প্রেসিডেন্ট রুহানি আরো বলেন, “এটি খুবই পরিষ্কার যে, ইরান কখনো মার্কিন বলদর্পিতার কাছে মাথা নত করে নি এবং যেকোন পরিস্থিতিতে ইরান মার্কিন বলদর্পিতার বিরুদ্ধে রুখে দাঁড়াবে।” iqna