IQNA

0:01 - October 30, 2020
সংবাদ: 2611720
তেহরান (ইকনা): সৌদি আরবের জেদ্দায় ফ্রান্স দূতাবাসের সামনে এক নিরাপত্তারক্ষী ছুরিকাঘাতে আহত হয়েছেন। ফ্রান্সের গণমাধ্যম ফ্রান্স টুয়েন্টিফোর জানায়, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ ঘটনা ঘটে। ঘটনা ঘটার পরেই হামলাকারীকে আটক করে সৌদি কর্তৃপক্ষ।

এদিকে সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম এবং ফরাসি দূতাবাস জানিয়েছে, বৃহস্পতিবার জেদ্দায় ফরাসি কনস্যুলেটের সামনে সৌদি নাগরিকের ছুরি হামলায় একজন নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। আহত ওই নিরাপত্তারক্ষীকে সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা এখন সংকটমুক্ত। তবে ওই নিরাপত্তারক্ষী কোন দেশের নাগরিক তা জানায়নি তারা।

এদিকে রিয়াদের ফরাসি দূতাবাস এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং সৌদি আরবের ফ্রান্সের নাগরিকদের নিরাপত্তার আহ্বান জানিয়েছে। এদিকে কী কারণে এমন হামলা হতে পারে সে বিষয়ে সৌদি কর্তৃপক্ষ বা ফরাসি দূতাবাস কিছুই জানায়নি।
সূত্র:somoynews

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
* captcha: