IQNA

মসজিদুল হারামে ২১টি ভাষায় সৌদি মোবাল্লিগদের কার্যক্রম

20:51 - December 14, 2020
সংবাদ: 2611960
তেহরান (ইনকা): মসজিদুল হারামের পরিচালক এক বিবৃতিতে জানিয়েছেন: বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত জিয়ারতকারীদের বিভিন্ন বিষয় সম্পর্কে প্রশ্নের উত্তর প্রদান করা জন্য মোবাল্লিগগণ ন্যস্ত আছেন। জিয়ারতকারীদের ২১টি ভাষায় সেবা প্রদান করার জন্য এসকল মোবাল্লিগগণ সর্বদা তৎপর রয়েছেন।

খুতবা, ক্লাস, ফতোয়া এবং অন্যান্য প্রচারণা সম্পর্কিত বিষয়াদি অনুবাদ করার জন্য মসজিদুল হারামের মিডিয়া ও যোগাযোগ বিভাগ এসকল অনুবাদকদের নিয়োগ দিয়েছে।

তদনুসারে, মসজিদুল হারামের জুমার নামাজের খুতবা প্রতি সপ্তাহে বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয় এবং মসজিদের ভিতরে প্রায় ৫ হাজার মুসল্লি এবং মসজিদের বাহিরে অবস্থিত ২০ হাজারের অধিক মুসল্লি মিনারের লাউডস্পিকারের মাধ্যমে এই খুতবা শোনেন।

মক্কার অনুবাদ বিভাগের সাধারণ অধিদফতরের পরিচালক "মাশারী আল-মাসউদী" এ ব্যাপারে বলেন: মসজিদুল হারামে অনুবাদের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে করা হয় এবং সকল হাজিদের জন্য খুতবা, ক্লাস এবং বিভিন্ন প্রশ্নের উত্তর তাদের মাতৃভাষায় অনুবাদ করা হয়।

তিনি বলেন: ২১টি ভাষায় অনুবাদ কাজে ন্যস্ত অনুবাদগণ বিশেষ ইউনিফর্মে মসজিদুল হারামের বিভিন্ন প্রাঙ্গণে টহল দিচ্ছেন এবং জিয়ারতকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন।

মাশারী আল-মাসউদী আরও বলেন: মসজিদুল হারামে শুক্রবারের নামাজের খুতবাগুলি বিশ্বের ৫টি জীবন্ত ভাষায় (ইংরেজি, উর্দু, মালয়, ফার্সি এবং ফরাসী) অনুবাদ করা হয়। iqna

captcha