তেহরান (ইনকা): মসজিদুল হারামের পরিচালক এক বিবৃতিতে জানিয়েছেন: বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত জিয়ারতকারীদের বিভিন্ন বিষয় সম্পর্কে প্রশ্নের উত্তর প্রদান করা জন্য মোবাল্লিগ গণ ন্যস্ত আছেন। জিয়ারতকারীদের ২১টি ভাষায় সেবা প্রদান করার জন্য এসকল মোবাল্লিগ গণ সর্বদা তৎপর রয়েছেন।
সংবাদ: 2611960 প্রকাশের তারিখ : 2020/12/14