IQNA

মরক্কোর কনিষ্ঠতম ক্বারির সুললিত কণ্ঠে সম্পূর্ণ কুরআন রেকর্ডিং

21:29 - January 24, 2021
সংবাদ: 2612156
তেহরান (ইকনা): মরক্কোর কনিষ্ঠতম ক্বারি ইয়াহিয়া সিদ্দিকী। সম্প্রতি তিনি সম্পূর্ণ কুরআন তিলাওয়াত করে তা রেকর্ড ও প্রকাশ করেছেন। 
ইয়াহিয়া সিদ্দিকী অল্প বয়সে সুন্দর ও মনোরম কণ্ঠে কুরআন তিলাওয়াত করার জন্য মরক্কোতে বিখ্যাত হয়ে উঠেছেন। আর এ কারণে শৈশবেই সকল কুরআন প্রেমিক ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করেছেন। 
 
ছোটবেলা থেকেই তিনি কুরআন তিলাওয়াতের ক্ষেত্রে সৃজনশীল ছিলেন এবং বিভিন্ন পন্থার পাশাপাশি তিনি নতুন পন্থায় কুরআন তিলাওয়াত করেন। ইতিমধ্যে ইয়াহিয়া সিদ্দিকী আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। 
 
মরক্কোর কনিষ্ঠ এই ক্বারি রেওয়ায়েতে নাফেয় ও রেওয়ায়েতে আসেম হতে হাফজ’সহ বিভিন্ন পন্থায় কুরআন তিলাওয়াত করেছেন। বিশ্বের বিখ্যাত ক্বারি বিশেষ করে মুহাম্মাদ সিদ্দিক মানশাভী ও মাহমুদ খালিল হুসারী’র তিলাওয়াতও অনুকরণ করতে পারেন। আর এ কারণেই তিনি মরক্কোর জনগণের মধ্যে বিশেষ স্থান দখল করতে সক্ষম হয়েছেন। 
 
প্রতি বছর পবিত্র রমজান মাসে তিনি টেলিভিশনের  "সাওয়াদ আল-ইখা" অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত করেন। এই অনুষ্ঠানের মরক্কোর প্রসিদ্ধ আলেম ও মুবাল্লিগ শাইখ সালমান আল-আওদার বক্তব্যের পূর্বে ইয়াহিয়া সিদ্দিকী কুরআন তিলাওয়াত করেন। 
 
ইয়াহিয়া তাঁর সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াত করে তা রেকর্ডিং করেন এবং পর্যায়ক্রমে সেগুলি তাঁর ব্যক্তিগত ফেসবুক পৃষ্ঠায় পোস্ট করেন। ফেসবুকে ৪৩ হাজারের অধিক অনুগামী ইয়াহিয়া সিদ্দিকীর তিলাওয়াতকে স্বাগত জানিয়েছে। 
 
মরক্কোর এই কিশোর ক্বারির কুরআন তিলাওয়াত “আল-মাজদ” স্যাটেলাইট চ্যানেলে সম্প্রচার করা হয়। 
https://iqna.ir/fa/news/3948929

 

captcha