IQNA

ফিলিস্তিনে নির্মাণাধীন মসজিদ ধ্বংস করলো ইসরাইল

0:02 - January 28, 2021
সংবাদ: 2612167
তেহরান (ইকনা): ফিলিস্তিনের পশ্চিম তীরে নির্মাণাধীন একটি মসজিদ ধ্বংস করেছে ইহুদিবাদী ইসরাইল। আজ (বুধবার) সকালে ইসরাইলের কয়েকটি সামরিক যান আল-খলিল শহরের দক্ষিণে ইয়াতা শহরের পূর্বদিকের এলাকাটি ঘিরে ফেলে এবং ব্যাপক তাণ্ডব চালায়।
তারা ১৪০ বর্গমিটার আয়তনের নির্মাণাধীন মসজিদটি ধ্বংস করে দেয়। একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, দখলদারেরা মসজিদের কাছের একটি বিদ্যালয়ের কূপও ধ্বংস করে দিয়েছে।
 
বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ঐ কূপের পানি ব্যবহার করতো। কিছুদিন আগে দখলদারেরা জানায়, মসজিদটি নির্মাণের জন্য অনুমতি নেয়া হয়নি। ফলে তা ভেঙে দেওয়া হবে।
 
এদিকে, দখলদার সেনারা  অধিকৃত পূর্ব বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমের হেজমা উপশহরে ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়েছে।
 
এ সময় ফিলিস্তিনিরা প্রতিবাদমুখর হয়ে উঠলে সংঘর্ষ হয় এবং দখলদার সেনারা ফিলিস্তিনিদের ঘর-বাড়ি লক্ষ্য করেও গুলি, টিয়ার শেল এবং সাউন্ড বোমা নিক্ষেপ করে।
 
ইসরাইলি বাহিনী নানা অজুহাতে প্রায় প্রতিদিনই ফিলিস্তিনিদের উপর হামলা চালাচ্ছে এবং ঘরবাড়ি এমনকি মসজিদ ধ্বংস করছে। iqna
 

رژیم صهیونیستی یک مسجد را در جنوب کرانه باختری تخریب کرد

captcha