IQNA

৪০ মিনিটের কম সময়ে পবিত্র কাবার ছাদ পরিষ্কার + ছবি

19:55 - January 28, 2021
সংবাদ: 2612170
তেহরান (ইকনা): সম্প্রতি মসজিদুল হারামের খাদেমগণের পবিত্র কাবা ঘরের ছাদ পরিষ্কার করার কিছু ছবি সামাজিক মিডিয়ায় প্রকাশিত হয়েছে। এসকল খাদেমগণ ৪০ মিনিটের কম সময়ে পবিত্র কাবার ছাদ পরিষ্কার করেছেন। 
মসজিদুল হারামের কারিগরি ও পরিষেবা বিষয়ক মহাপরিচালকের প্রতিনিধি মুহাম্মদ ইবনে মোসলেহ আল-জাবরী এ প্রসঙ্গে বলেন: মসজিদুল হারামের কারিগরি ও পরিষেবা বিষয়ক কার্যালয়, যা এই পবিত্র স্থানটি পরিষ্কার ও সজ্জিত করার দায়িত্বে রয়েছে এবং বিশেষ খাদেমদের মাধ্যমে নিয়মিত কাবাঘরের ছাদ পরিষ্কার করা হয়। 
 
তিনি বলেন: কাবার ছাদ পরিষ্কার করার প্রক্রিয়াটি বিভিন্ন পর্যায়ে করা হয়। প্রথমে কাবার ছাদের উপরিভাগটি ঝাড়ু করা হয় এবং ধুলাসহ অন্যান্য ময়লা পরিষ্কার করা হয়। তারপর কাবাঘরের পর্দার ধারক, দেওয়াল, ছাদের বাইরের দরজা এবং ছাদ ভিজা তোয়ালে দিয়ে পরিষ্কার করা হয়। এরপর ছাদের পুরো পৃষ্ঠটি পানি ঢেলে পুনরায় পরিষ্কার করা হয়। সর্বশেষে সেসকল স্থানে পরিষ্কার করা হয়, সেগুলো শুকানো হয়।
 
মুহাম্মদ ইবনে মোসলেহ আল-জাবরী বলেন: এসকল কাজ ৪০ মিনিটেরও কম সময়ে খাদেমদের একটি বিশেষ দল দ্বারা সম্পাদিত হয়। কাবাঘরের মার্বেল পাথর সুরক্ষা রাখার জন্য এবং এর ধুলো পরিষ্কার করার ফলে যাতে এসকল পাথরের কোন ক্ষতি না হয় সেজন্য এই বিশেষজ্ঞ টিম দ্বারা এই কাজ সম্পন্ন করা হয়। এছাড়াও মসজিদুল হারামের উজ্জ্বলতা বজায় থাকে। iqna
captcha