IQNA

20:19 - January 28, 2021
সংবাদ: 2612171
তেহরান (ইনকা): ইরাকের পবিত্র নগরী নাজাফের উপকণ্ঠে মর্টার শেল বিস্ফোরণের ফলে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। 
ইরাকের স্বাস্থ্য মন্ত্রক ঘোষণা করেছে, নাজাফ প্রদেশের আল-হাওলি অঞ্চলে যুদ্ধের অবশিষ্টাংশের একটি মর্টার শেল বিস্ফোরণের ফলে একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। 
 
প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের ফলে এক শিশুকন্যা নিহত এবং দুইজন নারী ও এক শিশু আহত হয়েছেন। আহতদের দ্রুত আল-হাকিম হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 
 
এই ঘটনার পরে, নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে ফেলে এবং তদন্ত শুরু করে, যাতে লোকজন অজানা জিনিস থেকে দূরে থাকে। এছাড়াও তারা ঘটনাস্থলে পড়ে থাকা সন্দেহজনক জিনিসগুলো অতি সতর্কের সাথে তদন্ত করেন। 
 
উল্লেখ্য যে, আল- হাওলি অঞ্চল কারবালা প্রদেশের পথে নাজাফ আশরাফের ৩৫ কিলোমিটার উত্তরে অবস্থিত। iqna

 

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
* captcha: