IQNA

বিপ্লব বার্ষিকী উপলক্ষে ইমাম খোমেনী (রহ.)'র মাজারে গেলেন ইরানের বিচারকেরা

20:36 - February 02, 2021
সংবাদ: 2612199
তেহরান (ইকনা): ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিচার বিভাগের প্রধান সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ও উচ্চ পর্যায়ের কর্মকর্তারা আজ (মঙ্গলবার) ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খোমেনী (রহ.)'র মাজার জিয়ারত করেছেন। তারা সেখানে কুরআন তেলাওয়াত এবং দোয়া করেন।

এছাড়া ইমাম খোমেনী (রহ.)'র ব্যক্তিত্বের নানা দিক ও অবদান নিয়েও আলোচনা করেন। এ সময় সেখানে ইমাম খোমেনী (রহ.)'র নাতী ও মাজারের প্রধান তত্ত্বাবধায়ক হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ হাসান খোমেনি উপস্থিত ছিলেন। পার্সটুডে

এর আগে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী, প্রেসিডেন্ট ড. হাসান রুহানি, মন্ত্রিপরিষদের সদস্যগণ, ইমাম খোমেনী (রহ.)'র মাজার জিয়ারত করেছেন।

১৯৭৯ সালের ১১ ফেব্রুয়ারি ইরানে ইসলামি বিপ্লব চূড়ান্ত বিজয় লাভ করে। এখন এ উপলক্ষে ইরানে দশ দিনব্যাপী নানা অনুষ্ঠান পালন করা হচ্ছে।

তবে করোনাভাইরাস মহামারির কারণে বিভিন্ন অনুষ্ঠানে জনসমাগম সীমিত রাখতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে সরকার।

১৯৭৯ সালের বিপ্লবের মধ্যদিয়ে ইরানের মাটি থেকে চিরতরে মুছে যায় আড়াই হাজার বছরের রাজতান্ত্রিক শাসনব্যবস্থা। উৎখাত হয় আমেরিকার পদলেহী রেজা শাহ সরকার

3951448

 

captcha