IQNA

ফিলিস্তিনে করোনার টিকা ঢুকতে দিলো না ইসরাইল

0:02 - February 17, 2021
সংবাদ: 2612262
তেহরান (ইকনা): ফিলিস্তিনের অধিকৃত গাজায় পাঠানো দুই হাজার ডোজ করোনার টিকা ঢুকতে বাধা দিয়েছে ইসরাইল। ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী মাই আলকাইলা সোমবার এ কথা জানিয়েছেন। তিনি বলেন, গাজার বাসিন্দাদের স্বাস্থ্য থেকে শুরু করে সব কিছু দেখার দায়িত্ব ফিলিস্তিনের।

আন্তর্জাতিক নিয়মনীতিকে অবজ্ঞা করে ইসরাইল গাজাবাসীর মৌলিক অধিকার হরণ করেছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে গাজায় পাঠানো রাশিয়ার স্পুটনিক-ভি ভ্যাকসিনের দুই হাজার ডোজের চালানটি আটকে দেয় ইসরাইলি বাহিনী।

অবরুদ্ধ গাজার করোনা হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে কর্মরত স্বাস্থ্যকর্মীদের জরুরিভিত্তিতে দেওয়ার জন্য এগুলো পাঠানো হয়েছিল। ফিলিস্তিনে এ পর্যন্ত ১৬ লাখ ৮ হাজার ৪৪৪ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন এক হাজার ৯৩৬ জন। সূত্র : ইয়েনি সাফাক।

captcha