IQNA

নুরি আল-মালিকি: 

সকল ইরাকিদের এক দাবী, দেশ থেকে দখলদারদের প্রত্যাহার

2:30 - February 23, 2021
সংবাদ: 2612309
তেহরান (ইকনা): ইরাকের “দৌলাত আল-কনুন” দলের প্রধান বলেছেন: ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আহ্বান শুধুমাত্র শিয়াদের নয়, বরং সুন্নি ও কুর্দিরাও এদেশে মার্কিন সেনার উপস্থিতির বিপদের অনুভব করতে পেরেছে।
ইরাকের  “দৌলাত আল-কনুন” দলের প্রধান নুরি আল-মালিকি গতকাল এক বিবৃতিতে বলেছেন: ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবি শুধুমাত্র শিয়াদের নয়; বরং সুন্নি ও কুর্দি সহ সমস্ত ইরাকিই চাই বিদেশী দখলদাররা দ্রুত এদেশ ত্যাগ করুক। 
 
তিনি আরও বলেন: ইরাকে আমেরিকান উপস্থিতি এমন একটি সমস্যা যা সুন্নি ও আরব কুর্দিদের সাথে অন্যায়ভাবে সংযুক্ত করা হয়েছে। ইরাকে আমেরিকান উপস্থিতি সমস্ত ইরাকি উপজাতি এবং গোত্রের জন্য বিপদজনক।
 
ইরাকে মার্কিন সেনার উপস্থিতির অপ্রয়োজনীয়তা কথা উল্লেখ করে নুরি আল-মালিকি বলেন: আমেরিকান সৈন্যদের ইরাকে থাকার কোন কারণ নেই এবং সামরিক ক্ষেত্রে এদেশে তাদের থাকার কোন প্রয়োজন নেই।
 
ইরাকের সাবেক প্রধানমন্ত্রী সেদেশে মার্কিন সামরিক উপস্থিতি সম্পর্কে নতুন মার্কিন প্রশাসনের দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করে বলেন: মার্কিন নয়া প্রেসিডেন্টকে এদেশ থেকে তাদের সেনা প্রত্যাহার করে নিতে হবে।
 
মার্কিন দখলদার বাহিনী ২০০৩ সাল থেকে ইরাকে অবস্থান করছে।
 
গত বছরের ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন সন্ত্রাসী বাহিনীর ড্রোন হামলায় ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ আশ-শাবি'র উপ প্রধান আবু মাহদি আল-মুহানদিসসহ  দু’দেশের ১০ জওয়ান ও কমান্ডার শাহাদাত বরণ করেন। এর পর ইরাকি পার্লামেন্টের সেদেশ থেকে মার্কিন সন্ত্রাসী বাহিনীর বহিষ্কারের অনুমোদনের বিল পাশ করে। iqna
captcha