IQNA

ফিলিস্তিনি জনগণের ন্যায় অধিকার পুনরুদ্ধারের সমর্থনে চীনা সরকার

21:53 - November 26, 2014
সংবাদ: 2612337
আন্তর্জাতিক বিভাগ: সম্প্রতি এক বার্তা চীনের প্রেসিডেন্ট বলেছেন: ফিলিস্তিনি জনগণের অধিকার পুনরুদ্ধারের জন্য পুঙ্খানুপুঙ্খ ভাবে সমর্থন করবে চীন।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: বিশ্ব কুরআন দিবসের স্মরণে গত ২৫শে নভেম্বরে জাতিসংঘে বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং বলেন: কখনোই জোর করে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। এব্যাপারটি ইতিহাসে অনেকবার প্রমাণিত হয়েছে।
প্রেসিডেন্ট নিজ বার্তায় গুরুত্বারোপ করে বলেছেন: ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার পুনরুদ্ধারের জন্য পুঙ্খানুপুঙ্খ ভাবে সমর্থন করবে চীন।
2611687

captcha