IQNA

পবিত্র রমজান মাসের শুরুতে;
16:44 - April 13, 2021
সংবাদ: 2612607
তেহরান (ইকনা): পবিত্র রমজান মাসের শুরুতে ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর (হাফিজাহুল্লাহ) উপস্থিতিতে বার্ষিক কুরআন মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।
পবিত্র রমজান মাসের আগমনের সাথে সাথে প্রতি বছরের ন্যায় এ বছরেও সর্বোচ্চ নেতার উপস্থিতিতে ইমাম খোমেনী (রহ.) নামক হোসাইনিয়াতে কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে। 
 
সুপ্রিম কুরআনিক কাউন্সিলের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ত্বাকী মির্যাজনী এ ব্যাপারে বলেছেন: এই কুরআন মাহফিলটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাহফিল। এবছর এই মাহফিল ১৪ই এপ্রিল স্থানীয় সময় ১৭টায় শুরু হবে। কুরআন প্রেমী ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানটি ইরানের কুরআনিক চ্যানেল এবং রেডিওতে নিয়মিত দেখতে ও শুনতে পারবেন। 
 
মোহাম্মাদ ত্বাকী আরও বলেন: এই নুরানি মাহফিলটি করোনা ভাইরাসের বিস্তারজনিত সীমাবদ্ধতার কারণে  সীমিত সংখ্যক দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে। কয়েকজন অধ্যাপক, ক্বারি এবং হাফেজগণ উপস্থিত থাকবেন। এছাাড়াও এই মাহফিলের উপান্তে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী (হাফিজাহুল্লাহ) তার জ্ঞানগর্ভ বক্তব্য পেশ করবেন। iqna
 

 

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
* captcha: