IQNA

মক্কার গ্র্যান্ড মসজিদের ইমামকে হত্যার চেষ্টা!

15:13 - May 22, 2021
সংবাদ: 2612831
তেহরান (ইকনা): গ্র্যান্ড মসজিদে শুক্রবারের খুতবা চলাকালীন সময়ে একজন অজ্ঞাত ওমরাহ পালন করতে আসা ব্যক্তি চাকু নিয়ে মক্কার ইমামকে আঘাত করতে উদ্দত হয়।

ঘটনাস্থলে ইমামের নিরাপত্তায় নিয়োজিত নিরাপত্তা রক্ষীবাহিনীর হাতে অপ্রীতিকর ঘটনার আগেই উক্ত ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হন।

গতকাল জুম্মা নামাজে মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম খুতবা দিচ্ছিলেন, হঠাৎ সেখানে অজ্ঞাত ওমরাহ পালন করতে আসা ব্যক্তি মিম্বরে ইমামের দিকে চাকু হাতে পৌঁছানোর চেষ্টা করে।

ঘটনাস্থলে খাকা নিরাপত্তা বাহিনী উক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, মক্কার অঞ্চল পুলিশের মুখপাত্র এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও মুখপাত্র জানিয়েছেন।

captcha