IQNA

জেরুজালেমের মুফতির বিরুদ্ধে ফিলিস্তিনি মুসল্লিদের বিক্ষোভ

0:02 - May 23, 2021
সংবাদ: 2612835
তেহরান (ইকনা): জেরুজালেম ও ফিলিস্তিনের মুফতি শাইখ মোহাম্মদ হুসেনের বিরুদ্ধে আল-আকসা মসজিদের মুসল্লিরা বিক্ষোভ করেছে।

শুক্রবার জুমার খুতবায় তিনি গাজা উপত্যকায় প্রতিরোধ ও ইসরাইলি আগ্রাসনের বিষয়ে আলোচনা করতে অবহেল করেছেন। আর এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা না করায় মুসল্লিরা মুফতি শাইখ মোহাম্মাদ হুসেনের বিরুদ্ধে বিক্ষোভ করেছ।
আল-আকসা মসজিদের মুসল্লিরা জেরুজালেম ও ফিলিস্তিনের মুফতি মোহম্মাদ হুসেনের তীব্র সমালোচনা করে তাকে মসজিদ ত্যাগ করতে বলেছে।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিও ক্লিপে দেখা যায় যে, মুসল্লিরা মুফতি শাইখ মোহাম্মদ হুসেনের খুতবা বন্ধ করে দিয়েছে। কারণ তিনি তার খুতবায় সম্প্রতি ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ গাজা উপত্যকায় প্রতিরোধ ও ইসরাইলি আগ্রাসনের বিষয়ে কোনও আলোচনা করেননি।

এক পর্যায় উপস্থিত মুসল্লিরা তাকে মসজিদ ত্যাগ করার আহ্বান জানায়।

গাজা উপত্যকায় ১১ দিনের সামরিক অভিযানের পরে ইহুদিবাদী ইসরাইলি সরকার এবং ফিলিস্তিনি প্রতিরোধ দলগুলির মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। মিশর কর্তৃক এই যুদ্ধবিরতি প্রস্তাবে উভয়পক্ষ সম্মতি প্রদান করেছে এবং এরফলে শুক্রবার রাত ২টায় এই যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। iqna

 

captcha