IQNA

0:01 - June 20, 2021
সংবাদ: 2612989
তেহরান (ইকনা): আল-আকসা মসজিদের খতিব ও কুদস ইসলামী কমিটির প্রধান শাইখ ইকরামা সাইদ সাবরি বলেছেন: শত্রুদের অবশ্যই হযরত মোহাম্মদ মোস্তফা (সা.)-এর প্রতি আমাদের ভালবাসা এবং মুসলমানদের মধ্যে তাঁর অবস্থানের গভীরতা বুঝতে হবে।

সম্প্রতি জায়নবাদীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান ও মর্যাদাকে অবমাননা করেছন। আর এই গর্হিত কাজের প্রতিক্রিয়া ১৮ই জুনে শাইখ ইকরামা জুমার নামাজের খুতবায় সতর্কবার্তা জারি করে বলেছেন: এটি বিশ্বের সকল মুসলমানের জন্য অপমান।

তিনি জেরুজালেমের সমর্থন ও সুরক্ষার জন্য অধিকৃত অঞ্চলগুলিতে বসবাসকারী ফিলিস্তিনিদের প্রশংসা করেছেন এবং আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের স্থায়ী উপস্থিতি বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।

ফিলিস্তিনের তথ্য কেন্দ্রের প্রতিবেদন অনুযায়ী, জায়নিস্ট বসতি স্থাপনকারীরা গত মঙ্গলবার সন্ধ্যায় জেরুজালেমের পুরানো অংশ বাবুল-আমউদ এলাকায় বিক্ষোভ শুরু করে। সেখানে জায়নিস্ট পার্টির নেতা বজল স্মট্রিচ এবং ইতমার বিন গাফির সহ বেশ কয়েকটি উগ্রপন্থী সদস্যরা উপস্থিত ছিল। এসময় তারা “আরবরা নিপাত যাক” স্লোগান দিয়েছে। এছাড়াও তারা মহানবী (সা.) এবং ফিলিস্তিনের পবিত্র স্থানসমূহের শানে অশ্লীল ও কুৎসিত শব্দ ব্যবহার করেছ।

এসময় এই বিক্ষোভকারীদের নিরাপত্তা প্রদানের জন্য ইহুদিবাদী ইসরাইলের ২,৫০০ জনেরও বেশি সেনা মোতায়েন করা হয়েছিল। বিক্ষোভকারীদের পথে যাতে কেউ বাধা না দিতে পারে সেজন্য তারা ওয়াটার কামান ব্যবহার করেছে। এছাড়াও ফিলিস্তিনিদের উদ্দেশ্য করে গুলি ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে উগ্র দখলদারদের সুরক্ষা প্রদান করেছে। iqna

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
* captcha: