IQNA

ক্রমবর্ধমান ভাবে ইউরোপিয়ান দেশগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে

23:56 - December 04, 2014
সংবাদ: 2615138
আন্তর্জাতিক বিভাগ: ব্রিটেন, স্পেন ও আয়ারল্যান্ডের পর এখন ফরাসি সংসদ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ১ম ডিসেম্বর ফ্রান্সের ৩৩৯ জন সংসদ সদস্যের রায় এবং ১৫১ জন বিরোধিতার ওপর ভিত্তি করে ফরাসি সংসদ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে। এ প্রকল্পটি ফ্রান্সের ক্ষমতাসীন দল উপস্থাপিত করেছে।
এটি একটি অকল্পনীয় সিদ্ধান্ত এবং ফিলিস্তিনের ব্যাপারে ফরাসি সরকার তাদের সিদ্ধান্তে অটুট থাকবে।
ফরাসি সংসদের এ সিদ্ধান্তের ব্যাপারে প্যারিসে অবস্থিত দখলদার ইসরাইলির দূতাবাস সমালোচনা করেছে এবং এ পরিকল্পনাকে শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য ক্ষতি সাধন হবে বলে জানিয়েছে।
আমেরিকা ও ইসরাইলের ব্যাপক চাপ থাকা সত্ত্বেও চলতি বছরের অক্টোবর মাসের শেষের দিকে পশ্চিম ইউরোপে অবস্থিত সুইডেন সর্ব প্রথম  ফিলিস্তিনকে স্বীকৃতি প্রদান করেছে।
2614671

captcha