IQNA

নিহত হল পাকিস্তানে আল-কায়দার প্রভাবশালী নেতা

20:20 - December 06, 2014
সংবাদ: 2615752
আন্তর্জাতিক বিভাগ: পাকিস্তানের আল-কায়দার প্রভাবশালী নেতা আদনান আল-শুকরি জুমার হত্যা খবর জানিয়ে সেদেশের সংবাদ মাধ্যম।

কুরআন বিষয় বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আদনান আশ-শুকরি জুমার বিরুদ্ধে নিউ ইয়র্ক ও লন্ডনের ট্রেনে বোমা হামলার অভিযোগ আনা হয়েছিল।
পাকিস্তানের নিরাপত্তা বাহিনী জানিয়েছে: আফগান সীমান্তের নিকটবর্তী অঞ্চল ওয়াজিরিস্তানে একটি গোপন আস্তানায় সেনা অভিযানে আল-কায়দার প্রভাবশালী নেতা আদনান আল-শুকরি প্রাণ হারিয়েছে।
আদনান আল-শুকরির জন্মস্থান সৌদি আরবে এবং বেশ কয়েক বছর আমেরিকা বসবাস করেছে।
2615565

captcha