IQNA

এবার মোবাইল ও কম্পিউটার ব্যবহারের দায়ে গ্রেফতার করা হল মিয়ানমারের মুসলমানদের

23:53 - December 07, 2014
সংবাদ: 2616202
আন্তর্জাতিক বিভাগ: কম্পিউটারে দক্ষ থাকার দায়ে মিয়ানমারের আরাকান প্রদেশের ২৯ বছরের এক মুসলিম যুবককে গ্রেফতার করেছে সেদেশের নিরাপত্তা বাহিনী।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মিয়ানমারের মুসলিম যুবক মুজিবুর রহমান সিরাজুল হক’কে গ্রেফতার করেছে সেদেশের নিরাপত্তা বাহিনী এবং তার বাড়ীর ও কর্মস্থলের কম্পিউটার পুলিশ জব্দ করেছে।
মিয়ানমারের মুসলমানদের নির্যাতন ও দমনের রিপোর্ট বিদেশী মিডিয়ায় প্রচারের সম্ভাবনাময় সন্দেহের জন্য বেশ কিছুদিন ধরে সিরাজুল হক সেদেশে পুলিশের নজরদারীতে ছিল।
সিরাজুল হক’কে গ্রেফতারের পর ভয়ের কারণে মাঙ্গাদু শহরের সকল কফিনেটের দোকান বন্ধ ছিল।
মিয়ানমারের সরকারের নতুন ষড়যন্ত্রের ফলে সেদেশের মুসলমানদের কম্পিউটার ও মোবাইলও জব্দ করছে পুলিশ।
2616125

captcha