IQNA

রাশিয়ান অর্থোডক্স চার্চের প্রধান গুরুত্বারোপ করে বলেছেন;

চরমপন্থিদের প্রধান উদ্দেশ্য হচ্ছে ইসলামকে ক্ষতিগ্রস্ত করা

23:57 - December 15, 2014
সংবাদ: 2618819
আন্তর্জাতিক বিভাগ: তুরস্কের ধর্ম মন্ত্রীর সাথে এক সাক্ষাতকারে রাশিয়ার অর্থোডক্স চার্চের প্রধান বলেছেন: ইরাক ও সিরিয়ায় চরমপন্থি আইএসআইএলের প্রধান উদ্দেশ্য হচ্ছে বিশ্বের কাছে ইসলাম ধর্মকে ক্ষতিগ্রস্ত করা।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: তুরস্কের ধর্ম মন্ত্রী ‘আহমেদ ঘুরমুজের সাথে এ সাক্ষাতকারে রাশিয়ার অর্থোডক্স চার্চের প্রধান ভ্লাদিমির মিখায়ুলুয়িচ ঘুন্দিয়ায়েফ গুরুত্বারোপ করে বলেছেন: ইসলাম বিদ্বেষী ও খৃষ্টান বিদ্বেষীরা একই উৎস থেকে সৃষ্টি হয়েছে এবং এক সাথে এদের নির্মূল করতে হবে।
তিনি আরও বলেন: সিরিয়া ও ইরাকে চরমপন্থি সন্ত্রাসীরা যেভাবে মুসলমানদের সাথে সাথে খ্রিষ্টানদেরও ধ্বংস করছে তার জন্য দৃঢ়ভাবে উদ্বিগ্ন।
2618101

captcha