কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: সম্প্রতি আল গামেদী তার বি-হিজাবী স্ত্রীকে নিয়ে টেলিভিশনের একটি সাক্ষাৎকারে উপস্থিত হলে সামাজিক নেটওর্য়াকগণ তাকে মৌখিক হামলা করে এবং হত্যার হুমকি দেয়।
এপর্যন্ত গামেদী কোন ব্যক্তিগত অথবা সামাজিকভাবে কোন গুরুত্বর হুমকির সম্মুখীন হননি। তবে এ হুমকির পর গামেদী বলে: সামাজিক নেটওয়ার্কের কিছু মতবাদ ও অজ্ঞ কর্মকর্তাগণের এ হুমকিতে আমি দুঃখ পেয়েছি আশ্চর্য হয়েছি।
তিনি আরও জানিয়েছ, ফতোয়া জারির ১২ ঘণ্টার মধ্যে এ ফতোয়ার পক্ষে ও বিপক্ষে ১২০০০ এস এম এস এসেছে। এব্যাপারে তিনি বলে: আমরা পূর্ববর্তী ফতোয়ার তুলনায় (কর্মক্ষেত্রে ও বিশ্ববিদ্যালয়ে নারী ও পুরুষের উপস্থিতির ব্যাপারে) বর্তমানের ফতোয়ায় জনগণের অধিক প্রতিক্রিয়া লক্ষিত হয়েছে। এতে বোঝাচ্ছে যে, জনগণ চেতনায় ফিরে এসেছে এবং অবজ্ঞার নিদ্রা থেকে জাগ্রত হয়েছে।!
2620420