কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: বর্তমানে অনুষ্ঠিত এ প্রদর্শনীতে জায়নামাজ প্রদর্শন করা হচ্ছে। আশ্চর্যের বিষয় যে, প্রদর্শনীর তত্ত্বাবধান কমিটির মধ্যে একজনও মুসলিম সদস্য নেই।
যায়নবাদীদের এ ঘটনার ফলে ‘বের-শেবা’শহরের মুসলমানেরা তীব্র নিন্দা জানিয়েছে বিক্ষোভ করেছে।
এ মসজিদটি ১৯০৬ সালে উসমানীয় শাসন আমলে ফিলিস্তিনির নেকাশ শহরের জনগণের চাঁদার টাকার দিয়ে নির্মাণ করা হয়েছে।
এ মসজিদ শুরু থেকে ১৯৪৮ সাল পর্যন্ত (১৯৪৮ সালে দখলদারি ইহুদিরা বের্-শেবা শহর দখল করার পূর্বে পর্যন্ত) সক্রিয় ছিল। কিন্তু গাজা সহকারে বের্-শেবা শহর থেকে ৬০০০ মুসলমানকে বহিষ্কার কারার পর এ মসজিদটি কারাগার এবং আদালতে রূপান্তরিত হয়েছে।
অতঃপর সহস্রাধিক ইহুদিদের বের্-শেবা শহরে বসবাসের জন্য আনার পর এ শহরে মুসলমানেরা আর ফিরে আসতে সক্ষম হয়নি।
2624868