IQNA

চরমপন্থিদের মোকাবেলায় বিভিন্ন মাজহাবের ঐক্যের প্রয়োজন; ইরাকি প্রেসিডেন্ট

23:58 - December 23, 2014
সংবাদ: 2625170
আন্তর্জাতিক বিভাগ: সম্প্রতি ইরাকের প্রেসিডেন্ট মাসুম ফুয়াদ গুরুত্বারোপ করে জানিয়েছেন: “ইরাকের বিভিন্ন গোত্র ও মাজহাবের মধ্যে ঐক্য সংগঠিত করে প্রগতিবাদী ও চরমপন্থিদের মূল উৎপাত করতে হবে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: সম্প্রতি ইরাকের প্রেসিডেন্ট মাসুম ফুয়াদ এক বিবৃতিতে জানিয়েছেন: চরমপন্থি সন্ত্রাসীদের মূল ধ্বংস করার জন্য আমাদের দেশের বিভিন্ন গোত্র ও মাজহাবের মধ্যে ঐক্যের প্রয়োজন রয়েছে।
তিনি আরও বলেন: চরমপন্থি সন্ত্রাসী দল যারা ইসলামের সঠিক রূপকে খারাপ করতে যাচ্ছে তাদের বিরুদ্ধে ইরাকী জনগণ শোচ্যর রয়েছে এবং তাদেরকে প্রতিহত করছে।
মাসুম ফুয়াদ বলন: সন্ত্রাসীদের প্রতিরোধ করার জন্য ইরাকের প্রতি জাতি, দল এবং ধর্মের ঐক্য সংগঠিত করতে হবে এবং আমরা একাত্মতা প্রকাশ করে পথভ্রষ্ট গোত্রকে পরাস্ত করতে সক্ষম হব।
2624711

captcha