কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: রিয়াদ শহরের একটি মসজিদে শুক্রবার জুম্মার খুতবায় মুফতি শেখ আব্দুল আজিজ অলে আল-শেইখ ঈদে মিলাদুন্নবী উদযাপনকে কুসংস্কার এবং বেদয়াত বলে অভিহিত করেছে এবং এটি পাপ কর্মের সাথে তুলনা করেছে!
তিনি আরও বলেন: হযরত মুহাম্মাদ (সা.)এর জন্মদিন উদযাপন বিদয়াত বা পাপপূর্ণ আচার। যা ইসলামের ইতিহাসের শুরু থেকে ছিল নি। অন্তত তিন শতাব্দী পর তেকে এটি ইসলামে অনুপ্রবেশ করেছে।
তিনি দাবী করেছে: যেসকল ব্যক্তি ঈদে মিলাদুন্নবী পালনের ক্ষেত্রে অন্যদেরকে উৎসাহিত করে তারা কলুষিত এবং মন্দ লোক।
ঈদে মিলাদুন্নবী (সা.)এর রাত্রে হযতর মুহাম্মাদ (সা.)এর শানে যে সকল ব্যক্তি কবিতা বা গজল পাঠ করেন তাদের ব্যাপারে দুঃখ প্রকাশ করে বলেছে, একর্ম হচ্ছে শিরক এবং আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান জানানো।
তিনি আরও দাবী করেছে, এ রাত্রে কবিতা বা গজল জাতীয় কিছু পাঠ করা অন্যায় এবং ইসলামের সাথে এর কোন সম্পর্ক নেই।
অপর দিকে, সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএল’ও ইরাকের মসুল শহরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সকল ধর্মীয় অনুষ্ঠানকে বিদয়াত এবং হারাম ঘোষণা করেছে এবং মসুল শহরের মুসলমানের সতর্ক করে দিয়েছে তারা যেন ঈদে মিলাদুন্নবী পালন না করে।
2670446