বার্তা সংস্থা ইকনা: চার্লি হেবডোর অফিসে হামলার সূত্র ধরে উব অঞ্চলের পৌরলা নৌভেল এবং ম্যান্সের মসজিদে হামলা চালিয়েছে ইসলাম বিদ্বেষীরা।
এছাড়াও ৭ম জানুয়ারিতে পাউটিযর্স শহরের একটি মসজিদে ইসলাম বিদ্বেষীরা মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান লিখেছে এবং লিয়ন শহরের নিকটে ভিল ফ্রন্শ নামক অঞ্চলে মুসলমানদের একটি রেস্টুরেন্টে আগুন জ্বালিয়েছে।
সম্প্রতি ফ্রান্সের চার্লি হেবডোর অফিসে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মুসলমানেরাও তীব্র নিন্দা জানিয়েছে। এ সত্ত্বেও ইসলাম বিদ্বেষীদের হামলা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, প্যারিসের রিপাবলিক স্কয়ারে চার্লি হেবদোর অফিসে সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য মিছিল বের করা হয়। এ মিছিলে ইসলাম বিদ্বেষীরা পবিত্র কুরআন ছিঁড়ে মুসলমানদের মানসিক ভাবে নির্যাতন করার চেষ্টা চালিয়েছে।
চার্লি হেবডোয় সন্ত্রাসী হালমার পর সেদেশের মুসলমানেরা পূর্ব থেকে ধারণা করেছিল যে তাদের ওপর এধরণের হামলা হতে পারে। ফ্রান্সের মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিগণ ইসলাম বিদ্বেষীদের উত্তেজনা মূলক সকল কর্মে প্রতিবাদে শান্ত থাকার আহ্বান জানিয়েছে।
2690748