IQNA

ত্রিপোলিতে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে হিজবুল্লাহ

15:37 - January 11, 2015
সংবাদ: 2696451
আন্তর্জাতিক বিভাগ: লেবাননের ত্রিপোলি শহরে ১০ই জানুয়ারি সন্ত্রাসী হামলায় কমপক্ষে ৯ জন নিহত এবং অপর ৩৭ জন আহত হয়েছে। আর এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।

বার্তা সংস্থা ইকনা: লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এক বিবৃতিতে ত্রিপোলিতে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং জনগণের নিকট নিজেদের সুরক্ষা এবং শত্রুদের লক্ষ্যে না পৌঁছানোর জন্য আহ্বান জানিয়েছে।
এছাড়াও লেবাননের প্রধানমন্ত্রী তামাম সালাম এক বিবৃতিতে বলেছেন: সন্ত্রাসীদের এধরণের হামলার ফলে লেবাননের অধিবাসী ও সরকারের সন্ত্রাস বিরোধী যুদ্ধের ক্ষেত্রে কোন প্রভাব বিস্তার করতে পারবে না।
গতকাল রাত্রে লেবাননের উত্তরাঞ্চলের ত্রিপোলি শহরের একটি ক্যাফের নিকট দুটি বোমা বিস্ফোরণের ফলে কমপক্ষে ৯ জন নিহত এবং অপর ৩৭ জন আহত হয়েছে।
জেবহাতুন নুসাইরা সন্ত্রাসী গ্রুপ ত্রিপোলির জাবাল মোহসেন অঞ্চলে এ হামলার দায়ভার স্বীকার করেছে।
লেবাননের সরকারী সংবাদ সংস্থা এ সন্ত্রাসী হামলার পিছনে জড়িত দুই জনের নাম ঘোষণা করেছে। ত্রিপোলির সামরিক বাহিনী জাবাল মোহসেনে অবস্থিত এ দুই সন্ত্রাসীর বাড়ি ঘিরে রেখেছে।
তাহ খিয়াল এবং বিলাল মুহাম্মাদ নামের এ দুই সন্ত্রাসী তাকফিরীর সদস্য ছিল। আল কায়েদার সন্ত্রাসী গ্রুপের শাখা জেবহাতুন নুসাইরা গ্রুপ এ হামলার দায়ভার স্বীকার করেছে।
এ ঘটনার পর নিরাপত্তা বাহিনীরা জাবাল মুহসেন এবং এর আশে পাশের অঞ্চলগুলোয় সকাল ৭টা থেকে সাধারণ গনগণের চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
2694107

captcha