IQNA

মাত্র চার দিনে ফ্রান্সের বিভিন্ন মসজিদে ৩৪ বার হামলা

18:18 - January 12, 2015
সংবাদ: 2701903
আন্তর্জাতিক বিভাগ: প্যারিসের সাপ্তাহিক ম্যাগাজিন চার্লি হেবডোর অফিসে সন্ত্রাসী হামলার পর মাত্র চার দিনে ফ্রান্সের বিভিন্ন মসজিদে ৩৪ বার হামলা ও মসজিদের অবমাননা করেছে ইসলাম বিদ্বেষীরা।

বার্তা সংস্থা ইকনা: ফ্রান্সে ইসলাম বিদ্বেষীরা এ চার দিনে সেদেশের বিভিন্ন মসজিদে গ্রেনেড নিক্ষেপ, বুলেট ছোড়া , মসজিদের দেওয়ালে ভাঙ্গা ক্রুশের চিহ্ন আকা সহ বিভিন্ন উপায়ে মসজিদে হামলা ও অবমাননা করেছে।
চার্লি হেবডোর অফিসে সন্ত্রাসী হামলার পর ইসলাম বিদ্বেষীদের অপকর্মের নতুন তরঙ্গ সৃষ্টি হয়েছে।
এছাড়াও ইসলাম বিদ্বেষীরা ইউরোপের অন্যান্য দেশেও মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন কর্ম সংগঠিত হয়েছে। চার্লি হেবডোর অফিসে সন্ত্রাসী হামলার সূত্র ধরে জার্মানে ইউরোপিয়ান ইসলাম বিরোধী আন্দোলন সংস্থা তাদের ইসলাম বিরোধী কার্যক্রম বিস্তৃত করছে।
2698585

captcha