IQNA

শিয়া হত্যার প্রতিরোধে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ

17:14 - January 14, 2015
সংবাদ: 2708730
আন্তর্জাতিক বিভাগ: পাকিস্তানের শিয়া ওলামা কাউন্সিল ব্যাপক বিক্ষোভের মাধ্যমে সেদেশের সরকারের নিকট করাচীতে শিয়া হত্যার বন্ধ্য এবং সন্ত্রাসীদের গ্রেফতার করে যথাযোগ্য শাস্তির আহ্বান জানিয়েছে।

বার্তা সংস্থা ইকনা: পাকিস্তানের শিয়া ওলামা কাউন্সিল করাচীতে শিয়া হত্যার বন্ধ এবং সেদেশের সরকারের নিকট সন্ত্রাসীদের গ্রেফতার করে যথাযোগ্য শাস্তির প্রদানের আহ্বান জানিয়েছে।
উক্ত কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে: পাকিস্তানে বিশেষ করে করাচী শহরে প্রতি দিনই ইসলামিক চিন্তাবিদ, পণ্ডিত বিজ্ঞানী, প্রকৌশলী এবং শীর্ষ স্থায়ীন নেতাদের হত্যা হচ্ছে। কিন্তু সন্ত্রাসীদের এ হামলার ব্যাপারে সরকার কোন গুরুতর পদক্ষেপ গ্রহণ করছে না।
এ কাউন্সিল সতর্ক করে জানিয়েছে, যদি সন্ত্রাসীদের হত্যাকাণ্ড অব্যাহত থাকে তাহলে তার এর প্রতিরোধে গুরুতর পদক্ষেপ গ্রহণ করবে।
এছাড়াও পাকিস্তানের শিয়া ওলামা কাউন্সিল সেদেশের জনগণের নিকট সন্ত্রাসী হামলা বন্ধ এবং নিন্দা প্রকাশের জন্য বিক্ষোভ মিছিল করার আহ্বান জানিয়েছ।
এ কাউন্সিল সেদেশের সকল জনগণকে আগামী ১৮ই জানুয়ারিতে সন্ত্রাসী হামলা বন্ধ এবং নিন্দা প্রকাশের জন্য বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছে।
2698574

captcha