বার্তা সংস্থা ইকনা: ফ্রান্সে সন্ত্রাসী কর্মের সূত্র ধরে পোপ ফ্রান্সিস ১২ই জানুয়ারিতে ভ্যাটিকান কূটনীতিদের সাথে অনুষ্ঠিত বার্ষিক সভায় সম্প্রতি ফ্রান্সে তাকফিরিদের সন্ত্রাসী মূলক কর্ম এবং ধর্ম সম্পর্কে তাদের বিকৃতমূলক ব্যাখ্যাকে কে তীব্র নিন্দা জানিয়েছেন।
আর্জেন্টাইন বংশোদ্ভূত ৭৮ বছরে পপ বর্তমান বিশ্বের পরিস্থিতি সম্পর্কে তার বার্ষিক ভাষণে বলেন: সম্প্রতি ফ্রান্সের রক্তক্ষয়ী আক্রমণ প্রমাণ করে যে, অন্যদের বিশ্বাসকে প্রত্যাখানের করার মাধ্যমে সমাজের পতন এবং হত্যা ও সহিংসতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
বলবাহুল্য প্যারিসে সাপ্তাহিক ম্যাগাজিন চার্লি হেবডোর অফিসে গত বুধবারে সন্ত্রাসী হামলায় ১৭ জন নিহত হয়েছে।
2705030