বার্তা সংস্থা ইকনা: তুরস্কের ধর্ম অধিদপ্তরের প্রধান মুহাম্মাদ ঘুরমায এক বিবৃতিতে বলেছেন: ধর্ম নিরপেক্ষ কিম্বা ধর্ম সংস্কারের জন্য যারা সন্ত্রাসীমুলক কর্ম করে তাদের মধ্যে কোন পার্থক্যই নেই।
তুরস্কের এডিরান প্রদেশের মুফতিদের সাথে এক বৈঠকে মুহাম্মাদ ঘুরমায সন্ত্রাসীমুলক কর্মকে নিন্দা জানিয়ে বলেছেন: বিগত ১০ বছরে সন্ত্রাসীদের হামলায় এক কোটি বিশ লাখ মুসলমান নিহত হয়েছে।
তিনি আরও বলেছেন: ইসলামিক ভৌগলিকে সন্ত্রাসীরা যে অনাচার এবং সহিংসতা সৃষ্টি করছে তা কোন আধুনিক মানুষের নিকট থেকে প্রাপ্য নয়।
2708500