IQNA

ফ্রান্সে গত এক সপ্তাহে মুসলমানদের ওপর পঞ্চাশের অধিক হামলা

1:22 - January 16, 2015
সংবাদ: 2713860
আন্তর্জাতিক বিভাগ: ফ্রান্সের বিভিন্ন শহরে গত এক সপ্তাহের কম সময়ের মধ্যে মুসলমানদের বিরুদ্ধে সন্ত্রাসীদের পঞ্চাশের অধিক হামলা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: সেন্ট্রাল কাউন্সিল অব মুসলিমস ইন ফ্রান্সের মুখপাত্র আবদুল্লাহ জাকির বলেছেন: সন্ত্রাসীরা গত এক সপ্তাহের কম সময়ের মধ্যে ইসলামি ভবন লক্ষ্য করে ২১ দফা গুলি ও গ্রেনেড ছুড়েছে এবং ৩৩ দফা মারাত্মক হুমকি দিয়েছে।
জাকির বলেছেন: সন্ত্রাসী হামলার এ পরিসংখ্যান ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে। অবশ্য রাজধানী প্যারিস ও এর আশেপাশের এলাকায় যেসব হামলা হয়েছে তা এ পরিসংখ্যানের অন্তর্ভুক্ত করা হয়নি।
তিনি আরও বলেছেন: অতি অল্প সময়ের মধ্যে এতগুলো হামলাকে খুবই অস্বাভাবিক। এছাড়াও তিনি ফ্রান্সের ইসলামি কেন্দ্র ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নিরাপত্তা বাহিনীর নজরদারি জোরদারেরও আহ্বান জানিয়েছেন।
৭ম জানুয়ারিতে ফ্রান্সের চার্লি হেবদো অফিসে সন্ত্রাসী হামলার ফলে ১২ জন নিহত হওয়ার পর এ পরিসংখ্যান প্রকাশ হয়েছে।
এ ঘটনার দু’দিন পর সায়িদ এবং শরিফ কাওয়াশী নামের দুই ভাই এ হামলার দায়ভার স্বীকার করেছে। বলা হয়েছে তার সন্ত্রাসী দল আল কায়েদার সদস্য।
ফ্রান্সে সন্ত্রাসী হামলার পর সেদেশের মুসলমান সহ বিশ্বের সকল মুসলিম নেতাগণ তীব্র নিন্দা জানিয়েছে।
ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওলাদ জানিয়েছেন: এ সহিংসতার সাথে ইসলাম ধর্মের কোন সম্পর্ক নেই।
2706214

captcha