বার্তা সংস্থা ইকনা:
মিয়ানমারে মুসলমানদের বিরুদ্ধে সহিংসতা সৃষ্টিকারী হিসেবে পরিচিত চরমপন্থি বৌদ্ধ ভিক্ষু ‘আশিন ভির আছু’ তার উস্কানিমূলক বক্তৃতা প্রদানের মাধ্যমে সেদেশের জনগণদের জড়ো করে জাতিসংঘের বিশেষ দূতের সফরের বিরুদ্ধে স্লোগান দিয়েছে।
চরমপন্থি বৌদ্ধরা জাতিসংঘের বিশেষ দূত ও প্রতিবেদক ইয়াং হি লি’এর মিয়ানমার সফরকে নিন্দা জানিয়েছ!
ইয়াং হি লি তার সফরকালে ঘোষণা দিয়েছেন: মিয়ানমারের মুসলমান অধ্যুষিত রাখাইন প্রদেশ এখন সঙ্কটের মধ্যে রয়েছে। তিনি মিয়ানমারের সরকারের নিকট যে সকল রোহিঙ্গা মুসলমান বিভিন্ন ক্যাম্পে আটকা পরে আছে এবং যাদের কাছে প্রয়োজনীয় খাদ্য ও ওষুধ নেই, তাদেরকে সাহায্য করার আহ্বান জানিয়েছেন।
তিনি অত্যন্ত দুঃখ প্রকাশ করে বলেছেন: ‘আমি রোহিঙ্গা মুসলমানদের চোখে যে বিষণ্ণতা দেখেছি, তা মানুষের হৃদয়কে ক্ষুণ্ণ করে।
জাতিসংঘ সাধারণ পরিষদ ২০১৪ সালের নভেম্বর মাসে এক রেজোল্যুশন জারি করেছে। এ রেজোল্যুশনে মিয়ানমারের সরকারকে এক কোটি দশ লাখ রোহিঙ্গা মুসলমানদেরকে সমর্থন এবং নাগরিকত্ব ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে।
গতকাল বিক্ষোভ মিছিলে, কিছু বিক্ষোভকারী সেদেশে মুসলমানদের সশস্ত্র বাহিনী আছে বলে দাবী করেছে এবং মুসলমানদের সন্ত্রাসী বলে অভিযুক্ত করেছ!
এছাড়াও তারা এ বিক্ষোভ মিছিলে ‘ইসলামের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হও’, ‘বাংলাদেশী অবৈধ অভিবাসীদের নকল নাম ব্যবহার নিষিদ্ধ’ এবং ‘মিথ্যাবাদী রোহিঙ্গাদের বহিষ্কার কর’ ব্যানার নিয়ে প্রতিবাদ জানিয়েছে।
2718157