বার্তা সংস্থা ইকনা: আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ আশরাফ গনি, চার্লি হেবদো অফিসের এ গর্হিত কাজকে অত্যন্ত কঠোরভাবে নিন্দা জানিয়েছে এবং তিনি বলেছেন: চার্লি হেবদো অফিস এধরণের গর্হিত কাজের মাধ্যমে বিশ্বের মুসলমান ও শান্তিপ্রিয় ইসলাম ধর্মকে অবমাননা করেছে।
আশরাফ গনি আফগানিস্তানের মুসলিম প্রতিনিধিদের উদ্দেশ্য বলেন: ধর্মের পবিত্র জিনিশকে অপমান করা সম্পূর্ণ দায়িত্বহীন কাজ।
এছাড়াও পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হোসেন এ কুরুচিকরমুলক কর্মকে তীব্র নিন্দা জানিয়ে বলেছেন: ‘বাক স্বাধীনতার অর্থ এটা নয় যে, অন্যের ধর্মের পবিত্র জিনিশকে অবমাননা করবে’।
তিনি আরও বলেছেন: ফ্রান্সের চার্লি হেবদো অফিসের এধরণের গর্হিত কাজের মাধ্যমে বিশ্বের মুসলমান ব্যাপক ক্ষতিগ্রস্ত করেছে এবং এ কর্মের জন্য তাদেরকে ক্ষমা চেতে হবে।
2718201