IQNA

মসুলের মসজিদের ইমামকে হত্যা করল সন্ত্রাসী গ্রুপ আইএসআইএল

1:49 - January 20, 2015
সংবাদ: 2732294
আন্তর্জাতিক বিভাগ: ইরাকের মসুল শহরের জামে মসজিদের ইমাম শেখ আইয়ুব আব্দুল ওহাব’কে ২৮শে জানুয়ারিতে সন্ত্রাসী গ্রুপ আইএসআইএলের সদস্যরা হত্যা করেছে।

বার্তা সংস্থা ইকনা: ইরাকে নেয়নাওয়া প্রদেশের একটি নিরাপত্তা সংস্থা জানিয়েছে, তাকফিরি সন্ত্রাসী গ্রুপ আইএসআইএলের সদস্যরা ২৭শে জানুয়ারি বিকালে শেখ আইয়ুব আব্দুল ওহাব’কে তার বাড়ী থেকে অপহরণ করেছে।
নিরাপত্তা সংস্থা আরও জানিয়েছে: মসুল সন্ত্রাসী শহরের মাঝখানে জনসম্মুখে সন্ত্রাসী গ্রুপ আইএসআইএলের সদস্যরা জামে মসজিদের খতিব শেখ আইয়ুব আব্দুল ওহাবের মৃত্যুদণ্ড কার্যকর করে।
এর পূর্বে সন্ত্রাসী গ্রুপ আইএসআইএল ইরাকের সালাহউদ্দিন ও নেয়নাওয়া প্রদেশের বেশ কয়েক জন খতিব ও ইমামকে অপহরণ এবং পরবর্তীতে তাদেরকে হত্যা করেছে।
2726990

captcha