বার্তা সংস্থা ইকনা: সৌদি আরবের রাজা আবদুল্লাহ বিন আবদুল আজিজ রাজধানী রিয়াদের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। সৌদির নতুন বাদশাহ হিসেবে তার ভাই যুবরাজ সালমান নিযুক্ত হয়েছেন।
বলা হয়েছে ১৯২৩ সালে আবদুল্লাহ বিন আবদুল আজিজের জন্ম এবং সাবেক সৌদি রাজা ফাহাদের মৃত্যুর পর ২০০৬ সালে আবদুল্লাহ দেশটির সিংহাসনে আরোহণ করেছিলেন। এর পূর্বে তিনি সৌদি আরবের শাসনকার্য পরিচালনা করেছেন।
রিয়াদের কিং আবদুল আজিজ মেডিক্যাল সেন্টারে গত মাসের শেষ থেকে আবদুল্লাহর চিকিৎসা চলছিল। তিনি নিউমোনিয়ায় ভুগছিলেন। অসুখের কারণে তাকে সাময়িকভাবে টিউবের মাধ্যমেও শ্বাস নিতে হয়েছে। এর আগে, ২০১১ এবং ২০১২ সালে দু’দফা তার পিঠে অস্ত্রোপচার করা হয়।
সৌদি আরবের টেলিভিশন জানিয়েছে: আজ শুক্রবার ২৩ শে জানুয়ারি আসরের নামাজের পর রিয়াদে তুর্কি বিনা আব্দুল্লাহ জামে মসজিদে আবদুল্লাহ বিন আবদুল আজিজের জানাজার নামাস সম্পন্ন করা হবে। সৌদি আদালত এক বিবৃতিতে জানিয়েছে: যুবরাজ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ নতুন বাদশাহ হিসেবে নিযুক্ত হয়েছেন এবং যুবরাজ হিসেবে মাকরুন বিন আব্দুল আজিজ অলে সৌদ নিযুক্ত হয়েছেন।
2750359