বার্তা সংস্থা ইকনা: ব্রিটেনের ইনডিপেন্ডেন্ট সংবাদপত্রে ২৪শে জানুয়ারি ‘কাহেল মালমু’র লিখিত একটি প্রবন্ধে উল্লেখ হয়েছে: সম্প্রতি ফ্রান্সের চার্লি এবদো ম্যাগাজিন অফিসে সন্ত্রাসী হামলার পর মুসলিম শিক্ষার্থীদের ওপর ইসলাম বিদ্বেষীদের আক্রমণের সংখ্যা অতি মাত্রায় বৃদ্ধি পেয়েছে এবং ব্রিটেনে মুসলমানদের স্কুলে হামলা সংখ্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
এ পত্রিকায় আরও উল্লেখ করেছে, ব্রিটেন সরকার ইসলাম বিদ্বেষীদের এ সকল হামলার প্রতিবাদে উপযুক্ত কোন পদক্ষেপ গ্রহণ করছে না।
ব্রিটেনের ইনডিপেন্ডেন্ট পত্রিকায় উল্লেখ করেছে, লায়ন অক্সফোর্ড নামের একটি স্কুলের একজন ছাত্র অন্য এক মুসলিম ছাত্রকে সন্ত্রাসী বলে অভিযুক্ত করেছে এবং তার ওপর আক্রমণ করে তাকে পিটিয়ে আহত করেছে।
এরফলে মুসলিম শিক্ষার্থী তার পিতা-মাতার নিকট জানিয়েছে যে, সে আর এ স্কুলে পড়া লেখা করতে রাজি নয়।
2757622