IQNA

শিয়া হত্যার প্রতিবাদে পাকিস্তানে বিক্ষোভ

8:13 - February 02, 2015
সংবাদ: 2796089
আন্তর্জাতিক বিভাগ: পাকিস্তানের করাচী সহ অন্যান্য শহরের সহস্রাধিক মুসলমানেরা বিক্ষোভ মিছিলের মাধ্যমে শিয়া হত্যার কঠোন নিন্দা জানিয়েছে।

বার্তা সংস্থা ইকনা: সম্প্রতি পাকিস্তানের শিকারপুর শহরে শিয়া মুসলমানদের একটি মসজিদে সন্ত্রাসীদের হামলার ফলে কমপক্ষে ৬০ জন নিহত হয়। শুক্রবার ৩০শে জানুয়ারি জুম্মার নামাজের পর এ ঘটনা ঘটে।
করাচী ছাড়াও সেদেশের মুসলমানেরা রাজধানী ইসলামাবাদ, লাহোর এবং কোয়েটায় বিক্ষোভ মিছিলের মাধ্যমে সন্ত্রাসীদের কর্মকাণ্ডকে নিন্দা জানিয়েছে।
সন্ত্রাসী দমনের অক্ষমতার জন্য বিক্ষোভকারীরা সরকার বিরোধী স্লোগান দেয়ে এবং যত তাড়াতাড়ি সম্ভব এ হামলার পিছনে জড়িত সকল সন্ত্রাসীদের গ্রেফতারের আহ্বান জানায়।
এছাড়াও তারা সরকারের নিকট সন্ত্রাসীদের হাত থেকে শিয়াদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানায়।
সম্প্রতি পাকিস্তানের সিন্ধু প্রদেশের শিকারপুর শহরে একটি শিয়া মসজিদে সন্ত্রাসীদের বোমা হামলার ফলে কমপক্ষে ৬০ জন নিহত এবং অনেকেই আহত হয়েছে। ৩০শে জানুয়ারি জুম্মার নামাজের শেষে মুসল্লিরা মসজিদের বাহিরে জড়ো হাওয়ার পর সেখানে এ বোমাটি বিস্ফোরণ হয়।
চলতি মাসে পাকিস্তানে শিয়া মসজিদে সন্ত্রাসীরা দু’বার হামলা করেছে। গত ১০ই জানুয়ারি রাওয়ালপিন্ডিতে শিয়াদের মসজিদে সন্ত্রাসীদের হামলায় ৭জন শহীদ হয়েছে।
বলাবাহুল্য, পাকিস্তানে মোট ১৮ কোটি জনগণের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ জনগণ শিয়া মুসলমান।
2792702

captcha