বার্তা সংস্থা ইকনা: বর্তমানে আল্যান জুপে ফ্রান্সের বোর্ডৌ শহরের মেয়র। সম্প্রতি ফ্রান্সের বিদ্রূপাত্মক সাপ্তাহিক পত্রিকা চার্লি হেবদোয় হামলার প্রতি ইশারা করে ধর্মীয় এবং সাংস্কৃতিকের বৈচিত্রতা প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান করেছেন।
বলাবাহুল্য, ফরাসির জাতীয় শিক্ষা মন্ত্রী নেজাত ভেলু বাল-কাসেম ২০১৪ সালের ২১ অক্টোবর, শাটল কর্তৃক স্কুলের বাহিরে শিক্ষার্থীদের মায়েদের হিজাব ওপর নিষেধাজ্ঞা নির্দেশের বিরোধিতা পোষণ করেন।
ফ্রান্সের ৮০০ নাগরিকের অধিকের উপস্থিতিতে আল্যান জুপে তার নিজ বক্তৃতায় বলেন: “আমার মা ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য গির্জায় যাওয়ার সময় হিজাব ব্যবহার করতেন”।
জুপের এ বক্তৃতার ফলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং এথেকে এটাই বোঝানো হয়েছে মায়েদের হিজাব ব্যবহারের ক্ষেত্রে কোন সমস্যা নেই।
Europe 1 চ্যানেল ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী ‘আল্যান জুপে’র এ বক্তৃতাকে অপ্রত্যাশিত হিসেবে বিবেচনা করেছে।
2802832