IQNA

পবিত্র কুরআনের আয়াত থেকে পাইলটকে পুড়িয়ে হত্যা করার ন্যায্যতা প্রতিপাদন করল আইএসআইএলের সন্ত্রাসীরা

15:45 - February 05, 2015
সংবাদ: 2813629
আন্তর্জাতিক বিভাগ: উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল একটি জেহাদী ওয়েবসাইটে এক বিবৃতিতে পাইলট ‘মোয়ায আল-কাসাসবাহ’কে জীবন্ত পুড়িয়ে হত্যা করার করার ঘটনাটি পবিত্র কুরআনের আয়াত থেকে ন্যায্যতা প্রতিপাদন করেছে!



বার্তা সংস্থা ইকনা: উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল নিজেদের পাশবিক অপরাধ ঘটনাকে বিবরণ দিয়ে পবিত্র কুরআনের নাহল সুরার ১২৬ নং আয়াতে “وَإِنْ عَاقَبْتُمْ فَعَاقِبُواْ بِمِثْلِ مَا عُوقِبْتُم بِهِ” অর্থ: “এবং তোমরা যদি তাদের শাস্তি দাও, তবে ততটুকুই শাস্তি দাও যতটুকু অন্যায় তারা তোমাদের প্রতি করেছিল” ওপর নির্ভর করে ন্যায্যতা প্রতিপাদন করেছে!
এছাড়াও সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল জানিয়েছে: পাইলট মোয়ায আল-কাসাসবাহ আইএসআইএলের বিরোধী কার্যক্রমের সাথে লিপ্ত ছিল এবং এ দলকে লক্ষ্য করে ক্লাস্টার বোমা, তেজস্ক্রিয় পদার্থ এবং শক্তিশালী বোমা নিক্ষেপ করেছে।
সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল এক মাসে পূর্বে সিরিয়ার রাক্কা শহর থেকে আল-কাসাসবাহকে গ্রেফতার করে।
আইএসআইএল প্রথমে আল-কাসাসবাহর মুক্তির বিনিময়ে ইরাকে আত্মঘাতী হামলাকারী নারী সাজিদা আল-রিশাঈকে মুক্তির প্রস্তাব দেয়। কিন্তু জর্ডানে সরকারের পাইলট আল-কাসাসবাহর জীবিত থাকার খবর জানতে চাইলে তারা কোন উত্তর দেয়নি।
2807123

captcha