বার্তা সংস্থা ইকনা: নেইনাওয়া প্রদেশের এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন: মসুলের আশ-শায়ারিন বাজারে সুরিয়ানী অর্থোডক্স এর অন্তর্গত এবং চার্চে সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের সদস্যরা বোমা বিস্ফোরণ করে বিধ্বস্ত করেছে।
জীবনের নিরাপত্তার জন্য এ কর্মকর্তা নিজের নাম প্রকাশে করেননি। তিন বলেন: বোমা বিস্ফোরণের পূর্বে আইএসআইএলের সদস্যরা চার্চে রক্ষিত ঐতিহাসিক হস্তলিখিত পাণ্ডুলিপি এবং সুরিয়ানী ও ইভেন মায়ামুজি ভাষায় লিখিত বিভিন্ন নিদর্শন লুট করে।
এ কর্মকর্তা আরও বলেন: আশ-শায়ারিন অঞ্চলের খৃষ্টানদের অন্যান্য গির্জা ও স্কুল সমূহে সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের হামলার সম্ভাবনা রয়েছে।
কেল্লাহ নামে বিখ্যাত ‘আত তাহেরাহ আদ্দাখালিয়া’ গির্জাটি খৃষ্টানদের সুরিয়ানী অর্থোডক্স এবং ক্যাথলিক দুই সম্প্রদায়ের মধ্যে মতপার্থক্যের জন্য ১৮৯৩ সালে নির্মাণ কর্ম শুরু করা হয় এবং ১৮৯৬ সালের ২২ ডিসেম্বর এর নির্মাণ কর্ম সম্পন্ন হয়। চতুর্থ পিটার পোপ এর ভিত্তি স্থাপন করেন এবং ১৯৭২ সালে এ চার্চের মেরামত করা হয়। হানা আল আসওয়াদ এবং সাময়ুন তাম্বুরচী দুই বিখ্যাত স্থাপত্যবিদ এ নির্মাণের জন্য তদারকি করেছেন। এ গির্জাটি কেল্লাহ নামক অঞ্চলে থাকার ফলে এটি কেল্লাহ নামে বিখ্যাত।
2807094