IQNA

ফিলিস্তিনদের ৪০০ বাড়ি ভেঙে দিতে নেতানিয়াহুর নির্দেশ

14:26 - February 07, 2015
সংবাদ: 2819203
আন্তর্জাতিক বিভাগ: ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনির পশ্চিম তীরের ৪০০ বাড়ী ধ্বংস করার নির্দেশ দিয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ইংল্যান্ডের পত্রিকা ‘ডেইলী মেল’র একটি প্রতিবেদনে এসেছে, এ ভবনগুলো নির্মাণের ক্ষেত্রে ইউরোপিয়ান ইউনিয়ন অর্থ বিনিয়োগ করেছে। আর এজন্য নেতানিয়াহু এ বাড়ীগুলো ধ্বংসের নির্দেশ দিয়েছে।
দখলদার ইহুদিরা জানায়: এ বাড়ীগুলো নির্মাণের পূর্বে ইউরোপিয়ান ইউনিয়নের উচিত ছিল তেল আবিবের কাছ থেকে অনুমতি নেওয়া।
ইউরোপিয়ান ইউনিয়নের কর্মকর্তা শাদী ওসমান গত বৃহস্পতিবার পশ্চিম তীর এবং গাজায় ইংল্যান্ডের ‘ডেইলী মেল’ পত্রিকার সাংবাদিকদের সাথে বলেন: ফিলিস্তিনি রাষ্ট্র গড়ে তুলার জন্য ইউরোপিয়ান ইউনিয়নের প্রকল্পের একটি অংশ এটি।
তিনি বলেন: ফিলিস্তিনদের বসবাসের যেমন অধিকার রয়েছে তেমনি সেখানে স্কুল তৈরি ও অর্থনৈতিক উন্নয়নের অধিকারও রয়েছে।
ইসরায়িলিরা অধিকৃত ফিলিস্তিনিতে সহস্রাধিক বসতবাড়ি নির্মাণ করছে। আর এর প্রতিবাদে ইউরোপিয়ান ইউনিয়ন তীব্র নিন্দা জানিয়েছে।
১৯৬৭ সালের যুদ্ধের পর ৫০ লাখ ইসরায়িলি নিজেদের বসবাসের জন্য ১২০টির অধিক উপ শহর নির্মাণ করেছে এবং ফিলিস্তিনির পশ্চিম তীর ও জেরুজালেমের পূর্বে দখলদার ইসরায়িলিরা বসতবাড়ি নির্মাণ করে সেখানে বসবাস করছে।
2819092

captcha