IQNA

পাকিস্তানে আহলে সুন্নতদের পীরের মাযার ধ্বংস

15:47 - February 07, 2015
সংবাদ: 2820281
আন্তর্জাতিক বিভাগ: পাকিস্তানের কোয়েটা শহরে অবস্থিত আহলে সুন্নতদের পীর ‘হযরত গাউসিয়া’র মাযার ধ্বংস করেছে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী।

বার্তা সংস্থা ইকনা: উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী এবং তাদের সমর্থকরা পাকিস্তানের কোয়েটা শহরে অবস্থিত আহলে সুন্নতদের পীর ‘গাউসিয়া’র মাযার ধ্বংস করেছে।
উগ্র তাকফিরিরা মাযারের খাদেমকে গুলি করে আহত করার পর মাযারে আগুন লাগায়।
দরবারে গাউসিয়ার মাযারের ধ্বংসাবশেষে অগুণের চিহ্ন এখনও বোঝা যাচ্ছে।
এখনও পর্যন্ত কোন দলই আনুষ্ঠানিক ভাবে এ মাযার ধ্বংসের দায়ভার স্বীকার করেনি।
পাকিস্তানের জমিয়তে ওলামা দল এবং মুহেব্বানে আহলে সুন্নত এ মাযার ধ্বংসের জন্য তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীকে অভিযুক্ত করেছে।
এ হামলার প্রতিবাদে আহলে সুন্নতের বিভিন্ন দল কোয়েটার প্রেস ক্লাবের সম্মুখে বিক্ষোভ করেছে এবং বিক্ষোভ চলাকালীন সময়ে আহলে সুন্নতের নেতাবর্গ তাদের বক্তৃতায় বলেন: ইসলাম প্রচারের ক্ষেত্রে ‘দরবারে গাউসিয়া’ ৩৫ বছর যাবত সক্রিয় ভাবে কাজ করেছে। তবে তাকফিরি এবং তাদের সমর্থকরা এ মাযারে হামলা করার মাধ্যমে এ মাযারে রক্ষিত পবিত্র গ্রন্থ সমূহের অবমাননা করেছে।
আহলে সুন্নতের ওলামাগণ কোয়েটার মসজিদ এবং মাযার সুরক্ষার আহ্বান জানিয়েছে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর এ জঘন্য কর্মের তীব্র নিন্দা জানিয়েছেন।
2819082

captcha