IQNA

মিশরের গ্র্যান্ড মুফতি:

আইএসআইএলের কার্যক্রম মানবতা এবং ধর্মীয় শিক্ষা থেকে অনেক দূরে

23:16 - February 08, 2015
সংবাদ: 2824843
আন্তর্জাতিক বিভাগ: মিশরের গ্র্যান্ড মুফতি শেখ শুখী আলাম, উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের সকল কার্যক্রমকে মানবতা বিরোধী বলে অভিহিত করেছেন এবং ইসলাম রক্ষা করার জন্য তাদের সাথে যুদ্ধ করার কথা বলেছেন।

বার্তা সংস্থা ইকনা: মিশরের গ্র্যান্ড মুফতি শেখ শুখী আলাম সিএনএনের সঙ্গে এক সাক্ষাতকারে জর্ডানের পাইলটকে জীবিত পুড়িয়ে মারার জন্য উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলকে তীব্র নিন্দা জানিয়েছেন।
তিনি বলেন: জর্ডানের পাইলট মোয়ায আল-কাসাসবাহকে হত্যা করে সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল তাদের নিখুঁত ও নির্ভুল অপরাধকে প্রমাণ করেছে।
শেখ শুখী আলাম ইসলাম ধর্মকে রক্ষা করার জন্য এইএসআইএলের বিরুদ্ধে যুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করে বলেছেন: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের সকল কার্যক্রমকে মানবতা এবং ধর্মীয় শিক্ষার বিরোধী।
তিনি আরও বলেন: উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের বিভিন্ন ডকুমেন্টারি আমি সংগ্রহ করেছি। জর্ডানের পাইলটকে নিয়ে তারা যে ডকুমেন্টারি নির্মাণ করেছে, তা সত্য নয়।
2822511

captcha