বার্তা সংস্থা ইকনা: পাকিস্তানের পুলিশ জানিয়েছে, পুলিশের ইউনিফর্মে সশস্ত্র একটি গ্রুপ পেশোয়ার হায়াত আবাদের ইমামিয়া মসজিদে জুম্মার নামাজে অংশগ্রহণ করে। সন্ত্রাসীরা মুসল্লির ওপর হামলা এবং গ্রেনেড হামলার পর নিজের শরীরে রক্ষিত বোমা বিস্ফোরণ ঘটায়।
পাকিস্তানে চরমপন্থী সরকার গঠনের জন্য তালেবানরা চেষ্টা চালাচ্ছে এবং এ হামলার দায়ভর তারা গ্রহণ করেছে।
হায়াত আবাদের মেডিকেল কমপ্লেক্স জানিয়েছে, সন্ত্রাসীদের এ হামলার ফলে কমপক্ষে ২২ জন নিহত এবং চল্লিশের অধিক আহত হয়েছে।
গত একমাসে পাকিস্তানে এটি দ্বিতীয় সাম্প্রদায়িক হামলা। প্রায় তিন সপ্তাহ আগে পাকিস্তানের শিকারপুরে একটি শিয়া মসজিদে সন্ত্রাসীদের হামলায় ৫০ জনের অধিক নিহত হয়েছে।
প্রতিবেদন আনুযায়ী, পাকিস্তান মুসলিম ঐক্যের স্পিকার হুজ্জাতুল ইসলাম রেজা নাসের সন্ত্রাসীদের এ হামলাকে কঠোর নিন্দা জানিয়েছে এবং শিয়াদের সুরক্ষার ক্ষেত্রে সরকারের ব্যর্থতার কথা বলেছেন।
গতকাল পাকিস্তানের বিভিন্ন শহরে শিয়ারা বিক্ষোভ মিছিলের মাধ্যমে সন্ত্রাসীদের বিরুদ্ধে সরকারের কর্মতৎপরতা বৃদ্ধির আহ্বান জানিয়েছে।
2847368