IQNA

২০ হাজার ফিলিস্তিন ঘরবাড়ি ভেঙ্গে ফেলার তালিকা করেছে ইসরাইল

8:36 - February 16, 2015
সংবাদ: 2856125
আন্তর্জাতিক বিভাগ: ২০ হাজারের অধিক ফিলিস্তিনি ঘরবাড়ি উৎখাতের তালিকা তৈরি করেছে ইহুদিবাদী ইসরাইল।

বার্তা সংস্থা ইকনা: জেরুজালেম সেন্টার ফর সোশ্যাল অ্যান্ড ইকনমিক রাইটস বা জেসিএসইআর’এর পরিচারক জিয়াদ হামুরা এ বিবৃতিতে বলেন: ইসরাইলের কাছ থেকে কথিত নির্মাণ সংক্রান্ত লাইসেন্স না নেয়ায় ফলে এসব ঘরবাড়ি ভেঙ্গে দেয়া হবে।
হামুরা বলেন: একদিক থেকে দখলদার ইসরাইল বাসগৃহ নির্মাণের অনুমোদন দিতে অস্বীকার করছে এবং অপর দিক থেকে অনুমোদন না থাকার অজুহাতে ফিলিস্তিনদের ঘরবাড়ি উৎখাতের পরিকল্পনা গ্রহণ করেছে।
এমন কি তারা যদি অনুমোদনও দেয়া তাহলে সে জন্য পাঁচ থেকে আট বছর ঝুলে থাকতে হয় এবং প্রতিটি লাইসেন্সের পেছনে ৩০ থেকে ৫০ হাজার ডলার সমপরিমাণ অর্থ ব্যয় করতে হয়।
তিনি বলেন: জেরুজালেমে ইসরাইলের বসতি স্থাপনকারীদের জন্য এই ধরনের কোন আইন নেই। ইসরাইলিদের এ কাজের মূল উদ্দেশ্য হচ্ছে, ফিলিস্তিনদের বাসগৃহ নির্মাণের অনুমোদনের ক্ষেত্রে তাদের ওপর চাপ প্রয়োগ করা।
আন্তর্জাতিক বিরোধিতা সত্ত্বেও দখলদার ইহুদিরা ফিলিস্তিনদের বাসগৃহ উৎখাত এবং ইহুদিদের জন্য বাসগৃহ নির্মাণ কর্ম অব্যাহত রেখেছে।
2853909

captcha